1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় আসার তাগিদ ফখরুলের - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় আসার তাগিদ ফখরুলের

  • প্রকাশের সময় : বুধবার, ২ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কযদি বিএনপি নির্বাচন করে তবে আওয়ামী লীগের ভরাডুবি হবে। কারণ আওয়ামী লীগ পুরোপুরি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা একটা কমিশন গঠন করেছে। সেই নির্বাচন কমিশনকে দিয়ে তারা নির্বাচন করতে চায়।বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার শ্রমিক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতির সমস্যা সমাধানের আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেশবাসী ও রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হবে না

বিএনপি মহাসচিব বলেন, সরকারের লক্ষ্যই হচ্ছে একতরফাভাবে নির্বাচনে যাওয়া। বিএনপিকে নির্বাচন থেকে বাদ দেওয়া। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়া। তারা মনে করছে পুরোপুরিভাবে নিষ্কণ্টক হয়ে যাবে।

এ সময় এই নির্বাচন কমিশনের অধীনে একতরফা তফসিল ঘোষণা কোনো দলই মেনে নেবে না বলে জানান ফখরুল।
এর আগে গত সোমবার এক সংবানদ সম্মেলনে ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী অক্টোবর মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team