1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে মহান মে দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

মোহনপুরে মহান মে দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মে, ২০১৮
khobor24ghonta.com

মোহনপুর প্রতিনিধিঃ দুনিয়ার মজদুর এক হও,এক হও শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুরে মহান মে দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদ এর আয়োজনে বর্নাঢ্য র‌্যালী মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদ এর সভাপতি আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পরিচালনায়। প্রধান অতিথি ছিরেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন তার বক্তব্য প্রদানে বলেন মাঠে-ঘাটে,কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালে এদিন বুকের রক্ত ঝড়িয়ে ছিলেন শ্রমিকরা। শিকাগোতে তিন লাখ শ্রমিক ধর্মঘটের ডাক দিলে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায় তাদের ওপর। শ্রমিকরা এদিন আট ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েিেছলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষ শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষু¦দ্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে সমাবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে তরতাজা ও কর্ম উদ্যমী ১১ জন শ্রমিক প্রাণ হারান। এদিন হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সার বিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য । অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আর্ন্তজাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝড়া অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে ঘোষণা করা হয়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার তপন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,প্রভাষক আমজাদ হোসেন, রুবাইৎত হোসেন উজ্জ্বল, মোহাম্মদ আলী দুলাল, বিল্ডিং নির্মাণ শ্রমিক ঐক্যর পরিষদ সহ-সভাপতি গোলাম মোস্তফা রফিক,জুয়েল রানা,ইসাহাক আলী পিন্টু,এনতাজ আলী, হাতেম আলী, আক্কেল আলী,মহসিন আলী ।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST