1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয় রুয়েট বাস চালক সালামকে: পুলিশ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

পূর্ব শত্রুতার জের ধরে খুন করা হয় রুয়েট বাস চালক সালামকে: পুলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট বাস চালক আব্দুস সালামকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় ঘটনার পর থেকে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, ওয়াসিম, পলাশ ওরফে শিমুল, ফয়সাল ও রানা। শিমুল হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।
পুলিশ জানায়,

গত ২৩ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর বাসচালক আব্দুস সালাম (৫২) কে কতিপয় দুষ্কৃতিকারী গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল ইসলাম পলাশ বাদী হয়ে আরএমপি’র মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উর্ধ্বতন কর্মকর্তাগণের দিক নির্দেশনায় মতিহার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুব আলম মামলাটির তদন্ত কাজ শুরু করে। আরএমপি’র গোয়েন্দা শাখাও এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করে। তদন্তে জানা যায়, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।

ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে আব্দুস সালাম রুয়েটের মেইন গেটের পশ্চিম পার্শ্বে বিআরটিসি কাউন্টারে বসে ছিলেন। এই বিষয়টি হত্যাকান্ডে অংশগ্রহণকারীদের মধ্যে একজন পর্যবেক্ষণ করে। অন্যরা আব্দুস সালামের রুয়েটের ভিতরের বাসায় যাওয়ার রাস্তায় পরিকল্পনা মাফিক অবস্থান নেয়। সালাম তার নিজ বাসার উদ্দেশ্যে সাইকেলযোগে রওনা করেন। পর্যবেক্ষণকারী দুষ্কৃতিকারী অপর সহযোগীদের এই সংবাদ দিলে তারা রুয়েটের ভিতরে ছাত্রী হোস্টেলের পার্শ্ববর্তী রাস্তায় ফাঁকা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আব্দুস সালামকে এলোপাথাড়ি কোপানো শুরু করে। তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দুষ্কৃতিকারীরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তদন্তকালে মতিহার থানা পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ওয়াসিম নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ নগরীর কাজলা এলাকার পলাশ ওরফে শিমুল নামক এক যুবককে আটক করে। আটক পলাশ আদালতে কার্যবিধি-১৬৪ ধারায় জবানবন্দী করে হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং সহযোগী আরও ৪ জনের নাম প্রকাশ করে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মতিহার থানার পরিদর্শক তদন্ত মাহবুব বলেন, ঘটনার পর থেকে মোট ৪ জনকে আটক করা হয়েছে। গত রাতেও আরো দু’জনকে আটক করা হয়েছে। পলাশ নামের আসামী হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST