1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সামনেই বিয়ে রাজ-শুভশ্রীর কী বলছেন মিমি-দেব - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

সামনেই বিয়ে রাজ-শুভশ্রীর কী বলছেন মিমি-দেব

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: দুষ্টু-মিষ্টি তাঁদের সেই দিনগুলি এবার এক্কেবারেই চলে যেতে বসেছে। মনের মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট আশার শিখাটও শেষবেলায় নিভতে বসেছে। আর মাত্র এক সপ্তাহ! চিরে তরে অন্যে হয়ে যেতে চলেছে তাঁদের সেই মনের মানুষটি। যে এক সময় দু’জনের মন মন্দিরা বিরাজ করত!

বধূর সাজে সেজে উঠছে বাওয়ালি রাজবাড়ি। চলছে কার্ড বিলি।শেষ সময় কেনাকাটা হচ্ছে জোরকদমে। চারিদিকে আলোর রশনাই। এসবের মাঝে দু’টি মানুষ কী ভাবছেন? প্রশ্ন অনেকের মনে উঠছে?

সেবার ‘শুভদৃষ্টি’ সেটে বউ সাজার সময় নাকি কেঁদে ফেলেছিলেন শুভশ্রী। কেন? তার উত্তর আজও অজানা! আবারও একবার শুভশ্রী লাল টুকটুকে বউ সাজবে। তবে এবার আর সিনেমার জন্যে নয়। বিয়েল লাইফে। এক সময়ের ভালোবাসাকে অন্যের হতে দেখে কী মন খারাপ হবে দেবের! মনের খবর সে জানে। তবে নতুন জীবনের জন্য রাজ-শুভশ্রীকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন দেব। ট্যুইটারে লিখেছেন তাঁদের জন্যে খুব খুশিও তিনি! যদিও সেটাই স্বাভাবিক। কারণ এখন দেবের মনের রানি অন্যকেউ। হাতে লেখা তাঁর না। প্রকাশ্যে না স্বীকার করলেও কারও জানতে বাকি নেই কে সে।

একমাস আগে, আংটি বদল করে গোটা টলিউডকে চমকে দিয়েছেন রাজ-শুভশ্রী। সেই শুরু চমকের! এরপর গত দেড় মাসে নানা চমকই তাঁরা দিয়েছেন নিজেদের সম্পর্ক নিয়ে। যেটুকু বাকি তা তোলা রয়েছে আগামী ১১ মে’র জন্য৷ ওই দিনই যে বাঙালি রীতি মেনে চার হাত এক হবে।

শোনা যাচ্ছে সিঁদুর দান, মালা বদল, সপ্তপদী সবই হবে হিন্দু আচার মেনে। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসছে বিয়ের আসর। হাই প্রোফাইল বিয়ে৷ নিমন্ত্রিতদের তালিকাও তাই বেশ ভারী৷ তারকা থেকে মন্ত্রী-আমলা বাদ নেই কেউই৷ বিয়ের অনুষ্ঠানের শুরু ৯ মে থেকে। চলবে টানা ১১ তারিখ মূল পর্ব পর্যন্ত। আর ১৩ তারিখ আরবানায় হবে রিসেপশন পার্টি।

খবর২৪ঘণ্টা.কম/জন

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST