মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের চত্তরে সহকারী শিক্ষক হাবিবুর রহমান সরদারকে কর্মজীবন শেষে বিদ্যালয়, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্তরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন।স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বাশিস সভাপতি ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এম,এ কাইউম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন,অধ্যক্ষ মকছেদ আলী, প্রধান শিক্ষক নওশাদ আলী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,প্রভাষক আফাজ উদ্দিন,গোলাম মোস্তফা, ধূরইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলীশাহ সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হাবিবুর রহমান সরদার সহকারী শিক্ষক হিসাবে ১৯৮৭ সালে যোগদান করেন দীর্ঘ ৩১ বছর পর চাকুরী জীবনে কর্মস্থল হতে ২০১৮ সালে অবসর গ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।