রাবি প্রতিনিধি:
অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই বহিরাগত শিক্ষার্থীকে পুলিশে দিল রাবি প্রশাসন । শুক্রবার সন্ধ্যা ৮ টার দিকে কাজলাস্থ গোল্ডেন জুবেরী ভবনের সামনের পুকুরের পাশ থেকে তাদের হাতেনাতে ধরে কাজলা পুলিশফাঁড়িতে তুলে দেন প্রক্টর। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম. লুৎফর রহমান। বিশ্ববিদ্যালয় অঙ্গনে অসামাজিক ও অশ্লীল কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে প্রেমিক-প্রেমিকা দুজনকেই গ্রেপ্তার করা হয়। এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এম. লুৎফর রহমান জানান,
ক্যাম্পাসে মাদক এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আগামীতে এধরণের অভিযান আরো গতিশীল করা হবে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাজলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুনিমুল ইসলাম জানান, “অভিযুক্তরা হলে ছোট বনগ্রামের আজগর আলীর মেয়ে তানিয়া এবং জিগরতলার গোলাপের ছেলে পলাশ, তাদের অশ্লীল কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
খবর24ঘণ্টা/এমকে