1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অন্য মোড়কে বাবা-মেয়ের কাহিনী ধরা দিল আলিয়া-রাজিতের ‘দিলবারো’তে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

অন্য মোড়কে বাবা-মেয়ের কাহিনী ধরা দিল আলিয়া-রাজিতের ‘দিলবারো’তে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কনিজে হাতে তিল তিল করে, হাজারও স্বপ্ন দেখে বড়ো করেছে মেয়েকে৷ বাবার মনের সবটা জুড়ে তাঁর লাডলি৷

ছোট্টবেলায় যখন ও বিয়ে-বিয়ে খেলত, তখনই বাবার মনটা কেঁপে উঠত এই ভেবে যে একদিন নিজের মেয়েকেও বুকে শতকষ্ট চেপে রেখে অন্য কারও হাতে তুলে দিতে হবে৷

একটু একটু করে মেয়ে বড় হল, গড়িয়ে এলো বিয়ের বয়স৷ দেখতে দেখতে কখন যে বিয়ের দিন ঠিক হয়ে গেল বোঝেইনি কেউ৷ আজ সেই দিন, মেয়েকে বিদায় করে দিতে হবে৷

ধীরে ধীরে মেয়ে চলে যাচ্ছে অন্য বাড়িতে৷ মাঝে মধ্যে মনকে সান্তনা দিচ্ছে একটা ভাবনা, “লড়কী তো পারাই ঘরকি হোতি হ্যয়”৷ কিন্তু আর যে মাত্র কয়েকটা মুহূর্ত, গেটের সামনে গাড়ি দাড়িয়ে আছে৷ নিমেষের মধ্যে গাড়িতে চেপে শশুরবাড়ির সঙ্গে চলে যাবে

আমার গুড়িয়া৷

মেয়েটি বহু চেষ্টা করেছিল যাতে চোখে জল না আসে কিন্তু সেই ভিজে গেল চোখের পাতা৷ বাবা-মেয়ের দু’জনের চোখেই একই উত্তেজনা৷ কিন্তু সহ্য করে নেওয়ার সাহসও উঁকি মারছে ওই চাপা উত্তেজনার মধ্যে৷

বাবা-মেয়ের সম্পর্কে অন্যরকম মোড়কে গড়ে উঠবে রহস্য৷ সেটাই সেলুলয়েডে ফুটিয়ে তুলেছে আলিয়া ভাট এবং রাজিত কাপুর৷ সম্প্রতি মুক্তি পেল ‘রাজি’ ছবির নতুন গান ‘দিলবারো’৷ কয়েক মিনিটের ভিডিওতে প্রমাণ হল বাবা-মেয়ের অটুট সম্পর্ক৷

আলিয়া অভিনয় করছে সেহমাতের চরিত্রে৷ রাজিত কাপুর অভিনয় করবেন সেহমাতের বাবার ভূমিকায়৷ তাছাড়া অভিনয় রয়েছেন ভিকি কৌশাল, সোনি রাজদান৷

ভারতীয় সেনাদের গুপ্তকাহিনির ভান্ডার থেকে এই দুঃসাহসী মেয়ে সেহমাতের কথা দু’মলাটে তুলে ধরেন লেখক হরিন্দর সিক্কার। নাম ‘কলিং সেহমত’। যা বায়োপিকের রূপ দিয়েছেন মেঘনা গুলজার। ছবিটি মুক্তি পাবে ১১ মে৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST