রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘বায়ো সেফটি এন্ড বায়ো সিকিউরিটি ‘ শীর্ষক সেমিনার ও ফায়ার সেফটি কর্মশালা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকালে ইন্সটিটিউট অব বায়োকেমিক্যাল সায়েন্সের সেমিনার কক্ষে ড. এস.এম. সাহিনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারটিতে সভাপতিত্ব করেন ইবাসার পরিচালক অধ্যাপক ড. এম. মনজুর হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. পারবেজ হাসান, অধ্যাপক ড. কে. এম. এস. শাহাদত হোসেন মন্ডল সহ রাবি, রামেক ও রামেকের ডেন্টাল ইউনিটের শিক্ষকবৃন্দ।
সেমিনারে গবেষণাগারে অগ্নিসম্পর্কিত বিপর্যয় মুহূর্তে ব্যাক্তিগত, ল্যাবের মূল্যবান যন্ত্রপাতি রক্ষা ও পরিবেশগত নিরাপত্তা বিষয়ে নানা বিষয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি গবেষণাগারে বিভিন্ন শুষ্ক পাউডার, কার্বন-ডাই-অক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে আত্নরক্ষার উপায় সম্পর্কিত বিষয় সম্পর্কে তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস.এম.সাহিনুল ইসলাম।
এ ব্যাপারে জানতে চাইলে ড. এস.এম.সাহিনুল ইসলাম জানান, “এই কর্মশালাটি মূলত ঢাকাস্থ বাংলাদেশ উদরাময় গবেষণা কেন্দ্র ও এন.আই.বি এর যৌথ আয়োজনে প্রাপ্ত ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিরই সম্পূরক অংশ। এর মাধ্যমে গবেষণাগারে আমাদের ব্যাক্তিগত, পরিবেশের ও আমাদের মূল্যবান যন্ত্রপাতি সমূহ বাচানোর কৌশল শিখনো হয়েছে। “
khobor24ghonta.com
এর পর রাজশাহী ফায়ারসার্ভিস এবং সিভিল ডিফেন্স এর পরিদর্শক এনায়েত-উল-হক এর সার্বিক তত্ত্বাবধানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ছয়টি ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা দেয়া হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষার্থীদের হাতে কলমে অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেন।
সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন বিভাগে গবেষণারত এমফিল, পি.এইস.ডি এবং এম.এস.সির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য এর আগে ২ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে আগুন ধরে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।