খবর২৪ঘণ্টা.ডেস্ক: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কোটা প্রথা বাতিলের ঘোষণা দিলেও এখন পর্যন্ত সেই ঘোষণার কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় চলতি মাসের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। এই মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আবার আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন। এসময় আন্দোলনকারীরা আগামী ৩০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে শিক্ষক-ছাত্র মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানান।
ফারুক হোসেন বলেন, ‘নিয়মানুযায়ী সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার দুই তিনদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সেটি একটু দেরি হচ্ছে। তবে চলতি মাসের মধ্যে এই প্রজ্ঞাপন জারি না হলে আগামী মাস থেকে আবারো আন্দোলনে নামবে সারা বাংলার ছাত্র সমাজ।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার এতদিন পার হয়ে যাওয়ার পরও কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় আমরা অস্বস্তিতে রয়েছি। তাই প্রধানমন্ত্রীর ঘোষণা এই মাসের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি না হলে আমরা আবার আন্দোলনে যাবো।’
লিখিত বক্তব্য বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, ‘আমাদের এই কোটা সংস্কার আন্দোলন শুরু থেকেই অহিংস ছিল। কিন্তু সেইদিন বহিরাগত সন্ত্রাসী দ্বারা উপাচার্যের বাসায় যারা হামলা চালিয়েছে তাদের বিচার দাবি করছি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ৪টি মামলা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা মামলা দিয়েছে। আমরা চাই সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হোক। অজ্ঞাতনামা মামলা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করার অনুরোধ করছি।’
তিনি এ সময় কোটা সংস্কার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের হয়রানি না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করার দাবিও জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/জন