নিজস্ব প্রতিবেদক :
অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠনের দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজারে বঙ্গবন্ধু মেডিকেল ডিপ্লোমা স্টুডেন্টস্ এসোশিয়েসন ম্যাটস্ শিক্ষার্থীদের সংগঠন এ বিক্ষোভ মিছিল করে। অসংগতিপূর্ন বোর্ডের নাম মানিনা মানবোনা,
অসংগতিপূর্ন নামে বোর্ড গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল হয়। এতে ম্যার্টস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে দ্রুত মেডিকেল এডুকেশন বোর্ড গঠনের দাবি জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে