নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে দ্রুত খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।এদিকে, একই দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. তোফাজ্জ্বল হোসেন তপু, সাধারণ সম্পাদক এ্যাড. মহসিন আলী ও নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি প্রমূখ। নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন।
খবর২৪ঘণ্টা/এমকে