খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মিশরের মেসি খ্যাত মোহাম্মদ সালাহ ঘালির জোড়া গোলের নৈপুণ্যে রোমার বিপক্ষে উড়ন্ত জয় পেয়েছে লিভারপুল। রোমাকে ৫-২ গোলে হারিয়েছে জুরগেন ক্লপের শিষ্যরা।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ডের ম্যাচে জ্বলে ওঠেছিলেন রবের্তো ফিরমিনোও। রোমার জালে জোড়া গোল জড়ানোর পাশাপাশি অবদান রেখেছেন সতীর্থদের গোলেও। আর তাদের নৈপূণ্যেই প্রায় এক যুগের কাছাকাছি সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার দিকে এক পায় এগিয়ে রয়েছে ক্লাবটি।
এদিকে এক মৌসুমে ৪৩টি গোল করেছেন সালাহ। আর প্রথম লেগে লিভারপুলের কাছে হারলেও শেষ দিকে পাওয়া মূল্যবান দুটি অ্যাওয়ে গোল আশা জোগাচ্ছে বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে ওঠা রোমাকেও। তবে সব ছাপিয়ে চলছে সালাহ, সালাহ আর সালাহ বন্দনাই!
খবর২৪ঘণ্টা.কম/নজ