খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মঙ্গলবার রাতে অবৈধ একটি তেলকূপে আগুন লেগে যায়। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে আহতদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আচেহ প্রদেশের আবাসিক এলাকায় আচমকা দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি বাড়ি পুড়ে যায়। ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ড সম্পর্কে আচেহ প্রদেশের রানতো পিউরিউলাক এলাকার প্রধান সাইফুল বলেন, আগুনের মাত্রা বেড়েই চলেছে। এখনো তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, অন্তত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইস্ট আচেহ প্রদেশে ছোট ছোট অনেক তেলের খনি রয়েছে। অনেক সময় গ্রামবাসী সেখান থেকে অবৈধভাবে তেল উত্তোলন করে থাকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ