পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ফিরোজ হোসেন (২৫) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। বুধবার সকাল আটটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফিরোজ উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন ফিরোজ। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। বুধবার সকালে পূর্ব ছোন্দহ ক্যানালের পাশে পাকা সড়কের উপর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরো জানান, কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। মামলার প্রস্তুতি চলছে।
নিহত ফিরোজের বাবা আব্দুল হান্নান জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে একজন লোক বাড়ি থেকে ফিরোজকে ডেকে নিয়ে যায়। তারপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে তার লাশ পাওয়া গেলো। কারা, কি কারণে ছেলেকে হত্যা করেছে তা বুঝতে পারছি না।
খবর২৪ঘণ্টা.কম/নজ