নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলা থেকে শাহিন কামাল (৪৫) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে সারদা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করে চারঘাট থানা পুলিশ। আটক জামায়াত কর্মী আশকরপুর গ্রামের এনামুল হকের ছেলে ও সারদা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাকে খালেদা জিয়ার রায়ের সময় দায়ের হওয়া মামলায় আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চারঘাট থানার ওসি তদন্ত আব্দুল বারি জানান, জামায়াত কর্মী শাহিন কামালকে খালেদা জিয়ার রায়ের সময় দায়ের হওয়া মামলায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে