সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপণ উপলক্ষে সনদ পত্র ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির বাস্তবায়নে ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরনের পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মেঘুল্লা নাজমুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ নজরুল ইসলাম, সোহাগপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ