বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আইপিএলের জুয়ায় হেরে সিহাব প্রামানিক (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরিবারের সদস্যরা বলছেন, আত্মহননকারী সিহাব ভারতীয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল খেলা নিয়ে সাত হাজার টাকা জুয়ায় হেরে যায়। এতে বকাঝকা করা হলে সে সোমবার সন্ধ্যায় সকলের অজান্তে নিজ ঘরে আত্মহত্যা করে।
বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) এনায়েতুর রহমান জানান, সিহাব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল গ্রামের কৃষক চান্দু প্রামানিকের ছেলে। সে নিজবলাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সিহাব তার বাবার টাকা নেওয়ার কারণে পরিবার থেকে গালমন্দ করা হয় এবং এঘটনায় আত্মহত্যা করে।
তবে স্থানীয়রা বলছেন, তার খেলা নিয়ে বেশ ঝোঁক ছিল। এতে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, সিহাব আইপিএলের খেলায় পছন্দের টিমের জয়-পরাজয় নিয়ে বন্ধুদের সঙ্গে ৭ হাজার টাকা বাজি ধরে। সে হেরে গেলে বাবার টাকা চুরি করে বন্ধুদের দেয়। বাবা চান্দু প্রামানিক বিষয়টি টের পেয়ে সিহাবকে গালমন্দ করে। এতে ক্ষোভে সন্ধ্যায় সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা রাতে তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ