খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ছাই চাপা আগুনে যেন ঘি ঢেলে দিয়েছেন হার্ভে ওয়েনস্টাইন। যা সাত সমুদ্র পাড় করে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মায়ানগরীতে। হলিউডের #Me Too-তে পুড়ছে বলিউড। প্রায় দিনই কেউ না কেউ মুখ খুলছেন। তবে এবার নিজের কথা জানালেন বলিউড কোরিওগ্রাফার সরোজ খান।
না তিনি #Me Too ওয়ালে নিজের কোনও তিক্ত অভিজ্ঞতার কথা লেখেননি। বরং যা বলছেন, তাতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলিউডের কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বলিউডে শুধু ধর্ষণ করে ছেড়ে দেওয়া হয় না, ভাতও জোগানো হয়।” কোরিওগ্রাফারের এই মন্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।
তবে মুখ থেকে বেড়িয়ে যাওয়া কথা ফেরত নেওয়া বড়ই কঠিন। তাই যখন গোটা গ্ল্যামার ওয়ার্ল্ড কাস্টিং কাউচের বিরুদ্ধে সরব, তখন সরোজ খানের এমন বক্তব্য তাঁকে অনেকটাই মানুষের নজরে তাঁকে উঁচু করে দিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জন