নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার সংলগ্ন আজরাইলের মোড় নামক স্থানে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিরা নামের এক নারী নিহত ও কয়েজন আহত হয়েছেন। নিহত নারী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। শনিবার দুপুর দেড়টায় এঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ঝলমলিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা তার সন্তান ও অন্যান্য আরো কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে