খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। গত দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে কাটিয়ে চলতি আসরে চ্যাম্পিয়ন দলের হয়ে খেলছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গত আসরে মুম্বাই চ্যাম্পিয়ন হলেও, চলতি আসরে তাদের মাঠের খেলায় নেই চ্যাম্পিয়নের কোনো ছিটেফোঁটাও।
এখনো পর্যন্ত ৫টি ম্যাচ খেললেও, মোস্তাফিজরা জয় পেয়েছেন মাত্র একটিতে। প্রতিটি ম্যাচেই একদম শেষ ওভারে গিয়ে ডেথ বোলিংয়ের ব্যর্থতায় হেরেছেন চারটি ম্যাচে। একমাত্র জয় পাওয়া ম্যাচেও আগে ব্যাট করে মুম্বাই। সেদিন রোহিত শর্মার বড় ইনিংসের (৯৪ রান) ওপর ভর করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২১৩ রানের সংগ্রহ পায় মুম্বাই। যার ফলে ম্যাচ জিতে নেয় ৪৬ রানের ব্যবধানে।
ডেথ বোলারদের ব্যর্থতায় চারটি ম্যাচ হারলেও, মুম্বাইর ব্যাটসম্যানরা কোনভাবেই নিজেদের নির্দোষ দাবি করতে পারবেন না। কেননা চলতি আইপিএলে সবচেয়ে বেশি ৮ বার শূন্য রানে আউট হয়েছেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরাই। যার মধ্যে ৬ জনই ফিরেছেন ইনিংস শুরুর প্রথম বলেই।
শূন্য রানে আউট হওয়া মুম্বাইয়ের ব্যাটসম্যানরা হলেন- এভিন লুইস (২বার), রোহিত শর্মা, ইশান কিশান, সুর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, প্রদীপ সাংওয়ান এবং মিচেল ম্যাক্লেনঘান। এর মধ্যে এভিন লুইস, রোহিত শর্মা, ইশান কিশান, সুর্যকুমার যাদব, কাইরন পোলার্ড এবং মিচেল ম্যাক্লেনঘান একবার করে আউট হয়েছেন গোল্ডেন ডাক নিয়ে।
তবে অন্য আরেকটি দিক দিয়ে এগিয়ে রয়েছেন মুম্বাইয়ের ব্যাটম্যানরা। সেটা হচ্ছে জুটি। অন্য সাত দলের চেয়ে জুটি গড়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে তারা। চলতি আইপিএলে এখনো পর্যন্ত শতরানের বেশি জুটি হয়েছে ৬টি। যার ৩টিতেই ছিলেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। সর্বশেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ইশান কিশান এবং সুর্যকুমার যাদব করেন ১২৯ রানের জুটি। এছাড়া ব্যাঙ্গালুরুর বিপক্ষে রোহিত-লুইস জুটি ১০৮ এবং দিল্লির বিপক্ষে লুইস-সুর্যকুমার জুটিতে আসে ১০২ রান। তবে এর মধ্যে শুধুমাত্র ব্যাঙ্গালুরুর বিপক্ষে রোহিত-লুইস জুটির পাশেই বসেছে ম্যাচ জেতানোর খেতাব।
অন্যদিকে বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় উপরেই দিকেই রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তিন বোলার মায়াঙ্ক মারকান্দে, জসপ্রিত বুমরাহ এবং মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট সর্বোচ্চ ৮ উইকেট রয়েছে মারকান্দের নামের পাশে, ৭ ও ৬ উইকেট নিয়ে বুমরাহ এবং মোস্তাফিজুর রয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব নিয়ে।
তবু শুধু ম্যাচটাই জেতা হচ্ছে না মুম্বাইয়ের। নিজেদের প্রথম ৫ ম্যাচে মাত্র ১টিতে জেতায়, বাকি থাকা ৯ ম্যাচে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোস্তাফিজদের সামনে। যার শুরুটা হচ্ছে মঙ্গলবার সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে।
খবর২৪ঘণ্টা.কম/নজ