পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী সরদারপাড়া গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আলহাজ্ব রবিউল ইসলামের কৃষি খামারে সোমবার ভার্মি কম্পোষ্টের উপর মাঠ দিবস পালিত হয়েছে। একইসাথে বিভিন্ন গ্রামের আইএফএমসি কৃষক স্কুলের ৫০জন সদস্যের মাঝে শিক্ষানীয় প্রযুক্তি হস্তান্তর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বাঘা উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জাফর আলী। বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, মৎস্য চাষি আবু তালেব, পোল্ট্রি খামারী আব্দুল হাকিম, রহমত আলী, সাবিনা ইয়াসমিন, রোকেয়া বেগম, মাহমুদা বেগম, সামসুন্নাহার ও কবির মালিথা প্রমূখ।
বক্তারা বলেন, একমাত্র কৃষিই দেশকে এগিয়ে নিয়েছে। আধুনিক কৃষির কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশে নতুন নতুন ফসলের চাষ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এর পরেও এদেশের কৃষকেরা আজ অবহেলিত। রোদ-বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলানোর পর বাজারে তার সঠিক মূল্য পাওয়া যায়না। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। ফসলের সঠিক মূল্য না পাওয়াতে ইতোমধ্যে অনেক কৃষক পথে বসে গেছেন।
বক্তারা আরও বলেন, ভার্মি কম্পোষ্ট দিয়ে চাষাবাদ করলে অধিক ফলন পাওয়া যায়। রাসায়নিক সারের অপচয় কম হয়। ৩০ বছরের কৃষির প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে আপনাদের মাঝে হস্তান্তর করা হয়েছে, এতে কৃষক লাভবান হবেন। কৃষির উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়াতে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক কৃষক তা পরিশোধ করতে পারছেন না। ব্যাংকের সুদ মওকুফ করে নতুন ভাবে ঋন দিয়ে খামার পরিচালনার জন্য সভা থেকে বক্তারা সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন। এরপর বাঘা উপজেলার আইএফএমসি কৃষক স্কুলের সদস্যরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আলহাজ্ব রবিউল ইসলামের মিশ্র ফলের বাগান পরিদর্শন করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ