খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন আন্দ্রে রাসেল।
তবে আঘাত অতটা গুরুতর নয় কেকেআর’র পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার ইডেনে ‘ধরিত্রী দিবস’ অনুষ্ঠানে এসে কেকেআর’র চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর বলেন, ‘‘রাসেল একশো শতাংশ সুস্থ। পরের ম্যাচ থেকেই খেলবে।’’
এদিকে নাইট রাইডার্সের ব্যাটিং কোচ সাইমন ক্যাটিচ বললেন, ‘‘রাসেলের চোট অতটা গুরুতর নয়। সামান্য খোঁড়াচ্ছিল ঠিকই। দিল্লি ম্যাচের আগে ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে।’’
কেকেআরের পরের ম্যাচ ২৭ এপ্রিল দিল্লির বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায়। এই কয়েকদিনের বিশ্রামে রাসেল আরও বেশি করে সেরে ওঠার সুযোগ পাবেন বলে মনে করছে কেকেআর শিবির।
খবর২৪ঘণ্টা.কম/নজ