খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে মো. ইসমাইল (২৫) নিহত হয়েছেন।
রোববার (২২ এপ্রিল) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুজিবুল হক বলেন, হাটহাজারীর মুসাবিয়া মাজার গেট এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে ইসমাইল গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসমাইল রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছোট ছেলে। ছয় ভাই ও বোনের মধ্যে ইসমাইল সবার ছোট।
তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
কদলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল করিম জানান, কয়েকদিন আগে ইসমাইল সেলসম্যানের চাকরি নিয়েছিল। পণ্যসামগ্রী বিক্রির জন্যই হাটহাজারী এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে।
খবর২৪ঘণ্টা.কম/নজ