লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় পলিটেকনিক্যাল কলেজে পড়ুয়া প্রেমিকের আত্মহত্যার খবর শুনে এসএসসি ফল প্রথ্যাশী পপি খাতুন (১৬) নামের এক প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২২ এপ্রিল) উপজেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পপি ওই গ্রামের সাজদার রহমানের মেয়ে ও বেলায়েত খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা য়ায়, পপির সাথে একই উপজেলার নবীনগর গ্রামের আনছার আলীর ছেলে ও পাবনা পলিটেকনিক্যাল কলেজের সিভিল শাখার ৩য় বর্ষের শিক্ষার্থী এজাজুল করিম (২২) এর সাথে বিগত ৩-৪ বছর ধরে ভালোবাসার সম্পর্ক চলছিল। শনিবার রাতে এজাজুল তার পিতাকে পপির সাথে তার বিয়ে দেবার কথা জানায়। কিন্তু তার পিতা এতে রাজি না হওয়ায় রাতের কোন এক সময় সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রোববার সকালে তার লাশ উদ্ধার করে লালপুর থানা পুলিশ। এজাজুলের আত্মহত্যার খবর শুনে রোববার পপিও একইভাে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ দুপুরে পপির লাশ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, এজাজুলের লাশ উদ্ধার করে নিয়ে আসার কিছুক্ষন পরেই পপির আত্মহত্যার খবর পাই, দুজনের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যা কিনা তা নিশ্চিত নই, তবে স্থানীয়ভাবে এমনটি শোনা যাচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ