তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে থানায় ধর্ষক মনিরুল ইসলামকে (২১) অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ রাতে মনিরুলের নিজ বাড়ি কাশিম বাজার ফকিরপাড়া গ্রাম থেকে আটক করেছে। মনিরুল ফকিরপাড়া গ্রামের কুতুব আলীর পুত্র। গতকাল রবিবার দুপুরে মনিরুলকে জেল হাজতে পাঠিয়েছে।
জানা গেছে, ওই স্কুল ছাত্রীর সঙ্গে মনিরুলের মোবাইল ফোনে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এদিকে মনিরুল নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেয়। কিন্তু মনিরুল বিবাহিত। ওই ছাত্রীর কাছে নিজের আসল পরিচয় গোপন রেখে তাকে বিয়ে করবে বলে গত শুক্রবার তাকে বাড়ি থেকে কৌশলে বের করে নিয়ে গিয়ে এক বন্ধুর বাড়িতে ধর্ষন করে। ওই ছাত্রী মনিরুলকে বিয়ের জন্য বললে মনিরুল তালবাহা শুরু করে। নিরুপাই হয়ে ওই স্কুল ছাত্রী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। ওই স্কুল ছাত্রীর মা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মনিরুলকে আটকসহ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, আটককৃত মনিরুল বিবাহিত ছেলে। প্রেমের ফাদে ফেলে মেয়েটি ব্যবহার করেছে। ওই মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ