খবর২৪ঘণ্টা.ডেস্ক: কারাগারে থাকা খালেদা জিয়ার অবস্থা জানতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে গিয়েছেন বিএনপির দুই নেতা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন তারা।
বিএনপির এই দুই নেতা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
নজরুল ইসলাম খান বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব আমাদের নেত্রীর বিষয়ে জানতে।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ না পেয়ে দল ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হন। এরপর গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে প্রতিনিধি দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে এলেন।
খবর২৪ঘণ্টা.কম/জন