খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বর্তমানে ফর্মের মগডালে আছেন ক্রিস গেইল। তার ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। সবশেষ ম্যাচে হায়দরাবাদ বোলারদের যেভাবে পিটিয়েছেন তাতে ভয় পাওয়ার কথা অন্য সবার।
ব্যতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্স। আজ তাদের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। সেই ম্যাচের আগে গেইলভীতি জেঁকে বসেছে নাইটদের কাঁধে।
সঙ্গত কারণে ক্যারিবীয় দৈত্যকে ঘিরে মহাপরিকল্পনা এঁটেছেন বোলিং কোচ হিথ স্ট্রিক। দ্রুত তাকে ফেরাতে চান তিনি।
জিম্বাবুয়ের সাবেক এ স্পিডস্টার বলেন, সবাই জানতে চাচ্ছেন, গেইলকে ঘিরে আমাদের পরিকল্পনা কী? তবে এ মুহূর্তে তা বলা যাবে না। কারণ, সে জেনে যেতে পারে।এতে বিপদ বাড়বে। সুতরাং সঠিক পরিকল্পনা সম্পর্কে আপনাদের বলতে পারছি না। ও খুবই বিপজ্জনক খেলোয়াড়।
কলকাতা কোচ বলেন, গেইলকে দ্রুত ফেরাতে পারাটা আমাদের জন্য শ্রেয় হবে। সেরকমই পরিকল্পনা আঁটা হচ্ছে। তাকে যদি কয়েকটি বল খেলতে দেন, রিদম ও আত্মবিশ্বাস পেয়ে যায়; তা হলে রূদ্রমূর্তি ধারণ করবে। সে খুবই বিপজ্জনক খেলোয়াড়, পাওয়ারফুল বিগ হিটার। নিজের এরিয়ায় বল পেলে তা বাউন্ডারিতে আছড়ে ফেলতে সিদ্ধহস্ত।
অথচ বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, আর চলে না- এমন ধারণার মালা গেঁথে এবারের আইপিএলের প্রথম দুই দফায় গেইলকে কেনেনি কোনো দল। শেষমেষ একরকম ‘ফাউ’ পেয়ে তৃতীয় দফায় তাকে কেনে পাঞ্জাব। দলটিকে সেই আস্থার প্রতিদান দিয়ে নিন্দুকদের যেন কড়া জবাব দিচ্ছেন টি-টোয়েন্টি কিং।
খবর২৪ঘণ্টা.কম/নজ