নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর বিভাগীয় আহবায়ক কমিটি ঘোষণা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী সোনাদিঘী মোড়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিপিএ’র রাজশাহী বিভাগীয় আহবায়ক ডা. আবু তালহা (পিটি) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিপিএ’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. প্রদীপ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মনোয়ারুল হক ও জেলা প্রতিনিধিগণ।
নয় সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটির আহবায়ক ডা. আবু তালহা ও সদস্য সচিব ডা. আদম আবদুল্লাহ। কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য ডা. শাহাদত হোসেন মনি, ডা. তপ্রাব আলী, ডা. যোবায়ের আলম, ডা. আশরাফুজ্জামান, ডা. আরাফাত হোসেন, ডা. ফারজানা ইয়াসমিন ও ডা. জেরিন আফরোজ। সকাল থেকে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভিন্ন ধরণের আলোচনা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে