নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাসের আপন ভাই শামিম (৩৮) কে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে কাটাখালি থেকে তাকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। শামিম ওই এলাকার আশরাফুলের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিমাঞ্চল) পরিদর্শক রাশিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মেয়র আব্বাসের ভাইকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়েছে। তার কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে