পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে ভেজাল গুড় তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই ভেজাল কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা ও বেশকিছু ভেজাল গুড় ধ্বংস করে প্রশাসন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত এলাকা হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামের অনন্ত সরকারের ছেলে উত্তম সরকার দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ভেজাল গুড় ও লালী তৈরী এবং বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে অসাধু ব্যবসায়ী উত্তম সরকারকে ২০ হাজার টাকা জরিমানা ও বেশকিছু ভেজাল গুড় ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার জানান, উত্তম সরকার অসাধু উপায়ে গরুর খাদ্য, মিশ্রি ও চিনি মিশিয়ে দানাদার গুড় ও লালি গুড় তৈরী করে বাজারজাত করছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। পরে ভ্রাম্যমান আদালতে উত্তম সরকারকে ভেজাল গুড় তৈরীর দায়ে তাকে জরিমানা করা হয়েছে। সেইসাথে এই ভেজাল ব্যবসা সে আর ভবিষ্যতে করবে না মর্মে মুচলেকা দিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ