পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে রাতুল হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা নতুনপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাব হোসেন জানান, গত কয়েকদিন পূর্বে রাতুল তার মায়ের সঙ্গে নানা দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের আজিম উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে সমবয়সী কয়েকজন শিশুর সাথে খেলাধূলা করছিল রাতুল। অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও রাতুল বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বজনরা। পরে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ