রাবিতে সিনেট নির্বাচন: ৩ দফা দাবি প্রগতিশীল ছাত্রজোটের
প্রকাশের সময় :
বৃস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com
রাবি প্রতিনিধি:যেখানে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকার কথা সেখানে দীর্ঘদিন ধরে সিনেটে কোন ছাত্র প্রতিনিধি না রেখে আবারো ছাত্র প্রতিনিধি বিহীন সিনেট নির্বাচন স্থগিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট।
আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির সমন্বয়ক ও রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি মো: তাসবির-উল-আলম কিঞ্জল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো স্বাক্ষর করেন জোটভুক্ত অন্যান্য সংগঠন রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রী সভাপতি ফিদেল মনির, ছাত্র ইউনিয়ন সভাপতি এ. এম. শাকিল হোসেন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস।
স্মারক লিপিতে উল্লেখ করা হয় ছাত্র প্রতিনিধি বিহীন সিনেট অসম্পূর্ণ এবং একটি অসম্পূর্ণ সিনেট কখনো শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করবে না। তাই তারা অবিলম্বে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সিনেট সম্পূর্ণ করার দাবি জানান একই সাথে আগামী ২৩ শে এপ্রিল অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচন স্থগিত করার দাবি জানান।
স্মারকলিপিতে তারা ৩ দফা দাবি গুলো হচ্ছে,
১. ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সিনেট পূর্ণাঙ্গ করা।
২. সিনেট পূর্ণাঙ্গকরণের পূর্বে সিনেট নির্বাচন স্থগিত করতে হবে।
৩. ছাত্র প্রতিনিধিসহ পূর্ণাঙ্গ সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগ দিতে হবে।খবর২৪ঘণ্টা.কম/নজ