1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কোটা সংস্কারের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

কোটা সংস্কারের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

বাগাতিপাড়া প্রতিনিধিঃ সরকারি চাকুরিতে কোটা সংস্কারের নামে জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী কুচক্রীদরে ষড়যন্ত্রের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় স্মারক লিপি প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবন থেকে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউএনও এর কার্যালয়ে গিয়ে শেষ করেন। এসময় ‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা, চলবেনা চলবেনা’ শ্লোগান দেওয়া হয়। পরে ইউএনও কার্যালয়ের সামনে তারা এক মানব বন্ধন কর্মসূচী পালন করেন।

এসময় সেখানে মুক্তিযোদ্ধা সুকুমার মুখার্জী, আশরাফুল আলম খান ডাবলু প্রমুখ বক্তব্য দেন। ৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, কোটা সংস্কারের নামে দেশে অরাজকতা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা, স্বাধীনতা বিরোধীদের সন্তানদের সরকারী চাকুরীতে নিয়োগ বন্ধ করা, সরকারী চাকুরীতে নিয়োগপ্রাপ্ত যড়যন্ত্রকারী জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের বরখাস্ত করা, যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে নেওয়া, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে মানুষ হত্যাকারী ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশকারীদের স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্নকারী এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটাক্ষকারীদের ‘জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন প্রণয়ন করে বিচারের ব্যবস্থা করা।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST