নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স্ সভাকক্ষে দিনব্যাপী এক ‘চক্ষু শিবির’ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবির কার্যক্রমে সহযোগীতা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। বুধবার সকাল ১০টার দিকে এর উদ্বোধন করেন, আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান। আরো উপস্থিত ছিলেন, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (পিওএম) মুহাম্মদ সাইফুল ইসলাম, ডিসি জয়নুল আবেদীন,
বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (চক্ষু) ডাঃ মোঃ ইউসুফ আলী ও রেজিষ্টার (চক্ষু) ডাঃ এএসএম সাখাওয়াত হোসেন সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মতর্কাগণ। আরএমপি’র পুলিশ সদস্যদের চক্ষু বিষয়ে সু-চিকিৎসা প্রদান করার লক্ষ্যে আরএমপি’র পুলিশ কমিশনার এই উদ্যোগ গ্রহণ করেছেন। মূলতঃ যেসব পুলিশ সদস্যদের চক্ষু বিষয়ক সমস্যা রয়েছে তাদের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চোখের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচী চলে। এ কর্মসূচীতে ১৩৫ জন পুলিশ সদস্যকে চক্ষু বিষয়ক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে