খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আট বছরের বালিকা। অভিযোগ, মন্দিরের ভিতরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আঁচ পৌঁছেছে বলিউডেও। বিচারের দাবিতে মুম্বইয়ের রাস্তায় হেঁটেছেন কেউ, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে জানিয়েছেন ‘লজ্জা’র কথা। বিচারের দাবিতে সরব হয়েছেন। নিজের মনের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছিলেন সোনম কাপুরও। নিজের টুইট প্রোফাইলে ‘ফেক হিন্দু’দের একহাত নিয়েছিলেন নায়িকা। এর জন্য আবার তাঁকেই একহাত নিলেন আরেক অভিনেত্রী কোয়েনা মিত্র। দুই নায়িকার টুইট-যুদ্ধে সরগরম নেটদুনিয়া।
বলিউডে সাফল্য সেভাবে কোনওদিন জোটেনি কোয়েনার। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। তাই সোনমের টুইটটি নজরে পড়তে দেরি হয়নি। নিজের টুইটে সোনম লেখেন। ‘ফেক হিন্দু ও ফেক জাতীয়তাবাদীদের দেখে লজ্জিত, হতবম্ব ও হতাশ। বিশ্বাসই করতে পারছি না এসব আমার দেশে ঘটছে।’
কোয়েনার এই মন্তব্য সোনমের কানে পৌঁছেছে কি না, তা জানা সম্ভব হয়নি। তবে কিছুক্ষণ পরই টুইটটি আর কোয়েনার প্রোফাইলে খুঁজে পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/জন