বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়ন পরিষদের সদস্য গোড়সার গ্রামের আবুল কাসেমের তিনটি আম গাছ ও দুইটি মেহগনি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বুধবার বাগমারা থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার গোড়সার গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে ইউপি সদস্য আবুল কাসেম গোড়সার স্কুল মাঠ সংলগ্ন পৈত্রিক জমিতে প্রায় অর্ধশত বছর আগে আম ও মেহগনি গাছের বাগান তৈরি করেন। তার লাগানো আম গাছগুলো বড় হয়ে উঠেছে এবং ফল ধরতেও শুরু করেছে। এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে শত্রুতা করে কে বা কারা ওই বাগানের বড় আকারের তিনটি আম গাছ ও দুইটি মেহগনি গাছ করাত দিয়ে কেটে ফেলে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বাগানের মালিক ইউপি সদস্য আবুল কাসেম দাবি করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ