খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ছবির শুটিংয়ের জন্য কাছে থেকেও মাঠে থাকতে পারেনি৷ কিন্তু তাই বলে স্বামীর ব্যাটিং দেখা মিস করবেন! এমনটা ভাবতেই পারেননি৷ তাই শুটিংয়ের ফাঁকে ভ্যানিনিট ভ্যানেই বিরাটের ব্যাটিং উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটের ‘ফাস্ট লেডি’৷
বিরাটের ম্যাচ দেখতে গত শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলিউড কুইন অনুষ্কা শর্মা৷ গ্যালারি থেকে বিরাটদের চিয়ার-আপ করেন৷ গ্যালারিতে প্রীতি জিন্টার সঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন অনুষ্কা৷ কিংস ইলেভেনকে হারিয়ে একাদশ আইপিএলে প্রথম জয়ের স্বাদ পায় বিরাট অ্যান্ড কোং৷
কিংসদের হারিয়ে পয়েন্ট টেবলে খাতা খোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷কিন্তু মঙ্গলবার মুম্বইয়ে থেকেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট লড়াই দেখতে পারেননি অনুষ্কা৷ মাঠে না-থাকলেও ভ্যানিটি ভ্যানেই মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচ দেখেন বিরাটপতœী৷ ইস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করেন অনুষ্কা৷ এই মুহূর্তে জিরো ছবির শুটিং চলছে মুম্বইয়েরর বান্দ্রায়৷
বিধ্বংসী ব্যাট করেও দলকে অবশ্য এদিন জেতাতে পারেননি বিরাট ৷ বড় রানের চাপ নিজের কাঁধে নিয়ে ৬২ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন রয়্যাল অধিনায়ক৷ ‘ক্যাপ্টেন হট’-এর লড়াকু ইনিংসেও জয় অধরা রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ ওয়াংখেড়েয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ না-জিততে পারার আক্ষেপ কিছুটা হলেও কমে বিরাটের ব্যাক্তিগত রেকর্ডে৷ এদিনই সুরেশ রায়নাকে টপকে আইপিএলে সর্বোচ্চ রানের মালিক হন বিরাট৷
চেন্নাই সুপার কিংসের বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান রায়না এতদিন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ রানের মালিক ছিলেন৷ ১৬৩ ইনিংসে রায়নার সংগ্রহ ছিল ৪৫৫৮ রান৷ ম্যাচটি খেলতে নামার সময় রায়নাকে টপকানোর জন্য বিরাটের দরকার ছিল ৩১ রান৷ ম্ম্বুই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অপরাজিত ৯২ রান করে রায়নাকে টপকে শীর্ষে উঠে আসেন বিরাট৷ মঙ্গলবারে তাঁর ৯২ রানের ইনিংসের পর বিরাট রান ৪৬১৯৷ পাশাপাশি এদিনের ইনিংসের পর চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ মাথায় তোলেন রয়্যাল ক্যাপ্টেন৷ বিরাট শীর্ষে থাকলেও পয়েন্ট তালকিয়া তলার দিকে তাঁর দল৷ চার ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে শেষ দিক থেকে ‘সেকেন্ড বয়’ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷
খবর২৪ঘণ্টা.কম/নজ