মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বণার্ঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হল রুমে উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিমুল এহ্সান, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুজ্জামান, খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিুপল কুমার মালাকার, অফিসার ইনর্চাজ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ,ওসি তদন্ত আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মুজিবনগর সরকারের বিভিন্ন ইতিহাস,সরকার গঠন,মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নানা দিন নিয়ে আলোচনা করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ