এরপর সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠেয় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ।
উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা তার বক্তব্যে বলেন, “আজকের এই ঐতিহাসিক দিনে মহান মুক্তিযুদ্ধের সময় বব ডিলান, জর্জ হ্যারিসন, মিসেস গান্ধী সহ যেসব বিদেশী বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে আমরা বিনম্রচিত্তে স্মরণ করছি”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইদুর রহমান খাঁন বলেন, “মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে একুশে ফেব্রুয়ারির মাধ্যমে সংগ্রামের যাত্রা শুরু হয়েছিল, মাত্র ৫ শতাংশ মানুষের ভাষা উর্দুকে এদেশের মানুষের উপর অন্যায্যভাবে চাপিয়ে দিতে চেয়েছিল তারা। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সংগ্রামের দিকে হেটেছে বাংলাদেশ। মুজিবনগরে গঠিত তৎকালীন সরকার দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে কাজ করে গিয়েছিল “।
খবর২৪ঘণ্টা.কম/নজ