জয়পুরহাট প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের স্থাবর অস্থাবর সকল সম্পদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়কে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের স্বজনরা অংশ গ্রহন করেন। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, ডেপুটি কমান্ডার জনাব আলী, সদর উপজেলা কমান্ডার আফসার আলী, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক খন্দকার সাজ্জাদ হোসেন ময়না, সদস্য মন্জুরুল ইসলাম, আ.স.ম মোক্তাদির তিতাস, মুনিরুজ্জামান মুনির প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ