নাটোর প্রতিনিধিঃ নাটোরে সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূযোদয়ের সাথে সাথে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা৭১-এর ফুলবাগান কার্যলয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন মাধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
পরে সকাল ১১টায় ফুলবাগান সংগঠনটির সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা৭১-এর ফুলবাগান কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা৭১ ও সাবেক উপজেলা কমান্ডার যুদ্ধহত মুক্তিযোদ্ধা আবুল হোসেরন সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএলএফ কমান্ডার শেখ মোহাম্মদ আলাউদ্দিন, যুদ্ধ কারীন কমান্ডার জনাব আলী, সাবেক ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেন, নাছির উদ্দিন,আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, নুরশেদ আলী,মকসেদ আলী, সাইফুল ইসলাম, আঃ সামাদ মন্ডল প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ