নাটোর প্রতিনিধি: নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির নেতৃত্বে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
বক্তারা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মেহেরপুর জেলার মুজিবনগরের আ¤্রকাননে প্রথম সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।