নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে শিল্পী (৩৫) নামের এক মহিলা পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে রোগীর স্বজনরা। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তাকে লক্ষীপুর মোড় থেকে আটক করা হয়। আটক মহিলা পকেটমার ঝিনাইদহ জেলা সদরের শেখপাড়া এলাকার জয়নালের স্ত্রী। সে নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকায় ভাড়া থাকে।
তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা রাজশাহীর বাগমারা থানার গঙ্গারামপুর গ্রামের আশরাফুজ্জামানের স্ত্রী খাইরুন্নাহার পারভিন জানান, তার পরিবারের লোকজনসহ তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে লক্ষীপুর মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা মোড় পার হওয়ার সময় ওই পকেটমার তার ভ্যানিটি ব্যাগের চেইন খুলে মোবাইল ও টাকা বের করে নিচ্ছিল। এ সময় পারভিন বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে সঙ্গে থাকা লোকজন তাকে ধরে পুলিশ বক্সে জমা দেয়। পরে তাকে রাজপাড়া থানায় পাঠানো হয়।
এ বিষয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই আব্দুল হাই বলেন, ভ্যানিটি ব্যাগ থেকে চেইন খুলে টাকা নেওয়ার সময় তাকে লোকজন হাতেনাতে ধরে আটক করে পুলিশ বক্সে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে