মোহনপুর প্রতিনিধি: বাঙালির ঐতিহ্যের অন্যতম একটি পহেলা বৈশাখ। বাঙালির সাংস্কৃতির বাহন হিসাবে খ্যাত বিশ্বব্যাপী সমাদৃত। সেই উৎসবকে বরণ করে নিতে ভুলেনি মোহনপুর উপজেলা প্রশাসন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শনিবার বছরের প্রভাতের আলোর মধ্য দিয়ে শুরু হল ১৪২৫। প্রথম বছরের দিন সূর্য উদিত হওয়ার সাথে সাথে মোহনপুর উপজেলা সব প্রান্তে থেকে শিশু-কিশোর থেকে শুর করে বিভিন্ন বযসী নারী-পুরুষের ঢল নামে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে আনন্দ-উল্লাসে। শুষ্ক বৃক্ষের মধ্যে প্রাণের সঞ্চার হওয়ার একটা প্রবণতা পহেলা বৈশাখ প্রতিটা মানুষের মধ্যে ফুটে উঠেছে। প্রত্যেকে প্রাণ ভওে দেখে নিয়েছেন একটি জাতীয় চিরায়ত সংস্কৃতি,আবেগ-অনুভূতি কতটা বাস্তব চিত্র।
রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে পান্তা উৎসব ও উপজেলা চত্তর মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধে চত্তরে আলোচনা সভা ও গান বাজনায় মুখরিত হয়ে মুখরিত ওঠে পুরো উপজেলা ক্যাম্পাস।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল- হালিম। প্রধান প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫৪, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সহকারী কমিশনার(ভূমি) মির্জা উদ্দিন, অফিসার ইনর্চাজ (ওসি) এস এম আবুল কালেম আজাদ, ওসি তদন্ত আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার সরকার তপন, যুগ্ম সম্পাদক ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ,রস্তুম আলী প্রাং, সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান রাসেল, প্রচার সম্পাদক খ.ম শামসুল আলম,যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, আব্দুল মান্নান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল অন্যানারা উপস্থিত ছিলেন। অপর দিকে মোহনপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যেগে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় চত্তরে ১লা বৈশাখ উদযাপন করা হয়। মহিলা আওয়ামীলীগের সভাপতি ডলি আক্তার, রুবিনা খাতুন। শতফুল বাংলাদেশ ও শাপলা এনজিও পক্ষ থেকে ১লা বৈশাখ বিভিন্ন পালন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ