বশেমুরবিপ্রবি, প্রতিনিধি: বর্ষবরণ উৎসব-১৪২৫ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ক্যাম্পাস চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সকাল ৯.০০ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০:৩০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্ত্বরে সাংস্কৃতিক অনুুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য পান্তাভাত, মাছ ও ভর্তার ব্যবস্থা করা হয়।এরপর বিকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাম্য খেলার আয়োজন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে অভিনব স্টল তৈরি করে। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ