খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিক একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ঘোষণায় বিএনপির অপচেষ্টা ব্যর্থ হয়েছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, নতুন কিছু করতে হলে বিদ্যমান ব্যবস্থা বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী সঠিক সময় সঠিক কাজ করেছেন।
তিনি বলেন, নতুন করে এই ব্যবস্থাকে বিন্যাস করতে হলে পরীক্ষা-নিরীক্ষা করতে কেবিনেট সচিবের নেতৃত্বে একটি কমিটি এ বিষয়ে যাচাই-বাছাই করে ন্যায়ভিত্তিক যুক্তিভিত্তিক একটা সমাধান দেবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সমস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ