নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহাগরীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবায় প্যারামেডিক ও গ্রাম্য ডাক্তারের ভূমিকা শীর্ষক সেমিনার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় জাতীয় তরুণ সংঘ একাডেমীর উদ্যোগে এ সেমিনার ও সনদ বিতরণ করা হয়। রাজশাহী জেলা জাতীয় তরুণ সংঘের সমন্বয়কারী ও সভাপতি ওয়াদুদ-উল-মোঃ তাকাদ্দাছ কাজলের সভাপতিত্বে সেমিনার ও সনদ
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী নগরের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় তরুণ সংঘের ভাইস চেয়ারম্যান সাইদজ্জামান খাঁন মাতো, উপদেষ্টা আমানুল হক, রাসিকের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম. মাহাবুবুল হক পাভেল, রাজশাহী সিভিল সার্জন সঞ্জিত কুমার শাহা প্রমূখ। এসময় সকল প্যারামেডিক ও গ্রাম্য ডাক্তারগন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে