নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় হাসেম আলী নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পিপরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে তীরের সাথে লাইলন দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী (৬০) পিপরুল সরদার পাড়া গ্রামের মৃত কায়েম মন্ডলের ছেলে ও পিপরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) উজ্জল হোসেন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে হাসেম আলী বাড়ি না ফেরায় তার নাতি-নাতনীরা খোঁজ করতে পিপরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের যায়। কোথাও খুঁজে না পেয়ে তার নাতিরা স্কুলের জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এব্যাপারে নলডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ