1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোর গুরুদাসপুরে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলনে অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

নাটোর গুরুদাসপুরে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলনে অভিযোগ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

নাটোর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসকে দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর নিকট দাবী জানিয়েছেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংসদ আব্দুল কুদ্দুসের সাংগঠনিক অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয় । উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা । এ সময় কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন , সংসদ সদস্য আব্দুল কুদ্দুস জেলা আওয়ামী লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও সংগঠন পরিপন্থী কাজ করছেন। তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপেক্ষা করছেন।জেলার উন্নয়নমূলক কর্মকান্ড নিজে ও স্বজনদের মাধ্যমে করিয়ে বাড়তি সুবিধা ভোগ করছেন। সঙ্গে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করাচ্ছেন। বিগত স্থানীয় স্তানীয় সরকার নির্বাচনে যে সব সাংসদ ও মন্ত্রী নৈৗকার র্প্রাথীর বিরোধীতা করেছেন তাদের ভবিষ্যতে নৌকায় মনোনয়ন দেওয়া হবে না বলে স্বিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় কায্যনির্বাহী কমিটি । এই স্বিদ্ধান্তের আলোকে তারা নাটোর ৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুসের ভূমিকা তুলে ধরার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান ।

মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা অভিযোগ সাংসদ আব্দুল কুদ্দুস বড়াইগ্রামের গোপালপুর ও চান্দাই এবং গুরুদাসপুরে নাজির ইউপি নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা কারীপ্রার্থীদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন । তাদের প্রতিপক্ষ বিএনপি জামায়াতের র্প্রাথীদের পক্ষ হয়ে তিনি নির্বাচনী কর্মকান্ডে লিপ্ত ছিলেন । এমনকি স্থানীয় পুলিশ প্রশাসনকে নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করেছেন । ফলে ঐ তিন প্রার্থীর পরাজয় হয়েছে ।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংসদ ছেলে আশিফ ইকবাল ওরফে শোভনকে দিয়ে সোলার বাণিজ্য এবং মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তিকে দিয়ে নানা ধরনের নিয়োগ বাণিজ্য করছেন এমপি। সেখানে টাকার বিনিময়ে বিএনপি-জামায়াতের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। তারা আগামী সংসদ নির্বাচনে আব্দুল কুদ্দুসকে দল থেকে মনোনয়ন না দেওয়ার জন্য দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবী জানান ।

সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র শাহনেওয়াজ আলী , উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের  সভানেত্রী শাহিদা আকতার মিতা , জেলা পরিষদ সদস্য সরকার মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ারদার্র ,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তৃতা করেন।

এ বিষয়ে এমপি আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন , এসব অভিযোগ অসত্য ও বানোয়াট জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের কতিপয় নেতা তার বিরুদ্ধে বিষোদগার করছেন। আমি সংগঠন পরিপন্থী কোন কাজের সাথে জড়িত না । তিনি এ অভিযোগকে ভিত্তিহীন এবং পাগলের পলাপ বলে আখ্যায়িত করে বলেন , আইন অনুযায়ী সাংসদেরা নির্বাচনী কর্মকান্ডের সাথে যুক্ত থাকতে পারেন না । তাই নির্বাচনকে প্রভাবিত করার কোন সুযোগ আমার ছিলনা । তাছাড়া যারা হেরেছেন তারা জনবিছিন্ন ও সমাজবিরোধী বলেই তারা হেরেছেন । বিষয়টি আমি নেত্রীকে জানিয়েছিলাম । তিনি দাবি করেন, আমার ছেলে-মেয়ে কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত নেই। তারা ব্যবসা বাণিজ্য কোন কিছুর সাথেই জড়িত নয় ।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST