খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য রাতে বিচার-বিশ্লেষণ করে আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বায়ক হাসান আল মামুনের পক্ষে নুরুল হক নূর রাজু ভাস্কর্যে সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী ২০ জন বসে রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবেন। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ